জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ওই বিভাগের চলমান সব শিক্ষাবর্ষের ক্লাস-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে তারা। ক্যাম্পাসে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধসহ বিভাগের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন তারা।
গতকাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করেন বিভাগটির শিক্ষার্থীরা।
এদিন শুরুতে সকাল সাড়ে ৯টায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫-২০ শিক্ষাবর্ষের চলমান সব শিক্ষার্থী একত্রিত হয়ে বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের দুই ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা বিভাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে সেখানে অবস্থান নেয়। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভাগের শিক্ষকেরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। এরপর বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের কাছে দুটি স্মারকলিপি জমা দিয়েছেন।
এ সময় উপাচার্য বলেন, আমরা পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছি। তারা কাল বসবে এবং আশাকরি দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমি অনুরোধ করব শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।
এদিকে শিক্ষার্থীদের হামলার অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে সংঘটিত ভুল বোঝাবুঝির অনাকাক্সিক্ষত ঘটনায় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সঙ্গে কোনো হামলার ঘটনা ঘটেনি।
এ ছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন। উভয় বিজ্ঞপ্তিতে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সুস্থ তদন্ত ও বিচারের দাবি জানিয়ে সব পক্ষকে শান্ত থাকার জন্য আহ্বান করেছেন।