নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি লন্ডনের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মুহাম্মাদু বুহারি ছিলেন দেশটির এক সময়ের সামরিক শাসক এবং পরে নির্বাচিত গণতান্ত্রিক নেতা। তিনবার ব্যর্থ হওয়ার পর ২০১৫ সালে নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েন তিনি—নাইজেরিয়ার প্রথম বিরোধী প্রার্থী হিসেবে ক্ষমতাসীনকে পরাজিত করেন। এরপর ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন তিনি।
তবে রাজনীতিতে তিনি কখনোই স্বাভাবিক নেতা ছিলেন না। অনেকের কাছে তিনি ছিলেন কিছুটা বিচ্ছিন্ন, কঠোর এবং আত্মনিবেদিত। তবুও নিজের সততার জন্য বুহারি বিশেষভাবে পরিচিত ছিলেন—যা নাইজেরিয়ার রাজনীতিতে দুর্লভ গুণ হিসেবে বিবেচিত।
উত্তরের দরিদ্র জনগোষ্ঠীর (হাউসা ভাষায় যাদের "তালাকাওয়া" বলা হয়) মধ্যে তিনি সবসময়ই জনপ্রিয় ছিলেন। ২০১৫ সালের নির্বাচনে তাঁর পক্ষে একটি ঐক্যবদ্ধ বিরোধী জোট কাজ করে, যা তাকে শক্ত অবস্থানে নিয়ে যায়।
তার সমর্থকেরা বিশ্বাস করতেন, বুহারির সামরিক অভিজ্ঞতা ও কঠোর শাসনের ভাবমূর্তি দেশকে উত্তরের ইসলামপন্থী বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করতে পারবে। এছাড়া তিনি দুর্নীতি দমন, স্বজনপ্রীতি বন্ধ এবং তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে তাঁর শাসনামলে বৈশ্বিক তেলের দামের পতন ঘটে এবং নাইজেরিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তাঁর সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। নির্বাচনী প্রচারে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীকে পরাজিত করার প্রতিশ্রুতি দিলেও, দলটি এখনো সক্রিয় এবং এর একটি অংশ ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যুক্ত হয়েছে।
মধ্য নাইজেরিয়ায় কৃষক ও ফুলানি রাখালদের মধ্যকার সহিংস সংঘর্ষ বেড়ে যায়। বুহারি নিজে ফুলানি জাতিগোষ্ঠীর হওয়ায় তাঁকে রাখালদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার অভিযোগে সমালোচনা করা হয়। উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় তথাকথিত ‘ডাকাতদের’ দৌরাত্ম্যে শত শত স্কুল শিক্ষার্থী অপহৃত হয়।
এছাড়া, তাঁর মেয়াদে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। বিশেষ করে ২০২০ সালের অক্টোবরে লাগোসের লেকি টোলগেটে পুলিশি বর্বরতার বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর গুলি চালানোর ঘটনা বিশ্বব্যাপী আলোচিত হয়।
মুহাম্মাদু বুহারির মৃত্যুতে নাইজেরিয়া হারাল এক অনড় অথচ বিতর্কিত নেতাকে, যিনি দেশকে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্বে এসেছিলেন—কিন্তু সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হননি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম