পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল বিকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আনসার ডিজি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশিত কর্মপরিকল্পনা অনুযায়ী ওই সময় সেখানে কোনো আনসার সদস্য কর্তব্যরত ছিলেন না। পুরো হাসপাতালের নিরাপত্তায় সর্বমোট ৮০ জন আনসার সদস্য নিয়োজিত আছে। সাপ্তাহিক ছুটি ও শিফট অনুযায়ী একেক শিফটে মাত্র ৩০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকে। বেলা ২টার আগে গেটে এবং হাসপাতাল ভবনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও বেলা ২টার পর গেটে আর কোনো আনসার সদস্য দায়িত্ব পালন করে না। কোন আনসার সদস্য কখন কোথায় দায়িত্ব পালন করবে তা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় বিধায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের ওপর দায় চাপানোর কোনো সুযোগ নেই।
আক্ষেপ করে আনসার মহাপরিচালক বলেন, শত শত মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও বা ভিডিও করলেও কেউ কাছেই আনসার ক্যাম্পে গিয়ে খবর পর্যন্ত দেয়নি। মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই বলেও তিনি মন্তব্য করেন। সোহাগ হত্যার ঘটনা হাসপাতালের ৩ নম্বর গেটে। সেদিন সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ওই গেটে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করেছে একজন আনসার সদস্য। এরপর সেখানে আনসার সদস্যের উপস্থিতি ছিল না। সোহাগ হত্যার ঘটনা ঘটে বিকাল ৫টা ৫০ মিনিটে।