বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। মব শুরু করেছে কারা? বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন তো এর সঙ্গে সম্পৃক্ত নয়। পত্রিকার পাতা ওল্টালেই এর প্রমাণ মিলবে। মব ভায়োলেন্সকারীদের পরিচয় পাওয়া যাবে। গতকাল দুপুরে সিলেট নগরীর সুবিদবাজারস্থ পিটিআই মিলনায়তনে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা মব ভায়োলেন্স করছে তাদের গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হবে। বিএনপি কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে প্রশ্রয় দেয় না, সমর্থন করে না। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, দেশে কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানানোর কথা। তা না করে বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করানো হচ্ছে। বিএনপিকে উসকানি দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপি তো আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হওয়া দল। বিএনপি কারও উসকানিতে পা দেবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অত্যন্ত সুসংগঠিত দল। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র হরণ ও গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহতের জন্য প্রস্তুত আছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ডা. এনামুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী প্রমুখ।