রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইবিতে জনবল নিয়োগ স্থগিত করল ইউজিসি

ঘটনা তদন্তে কমিটি গঠন

ইবি প্রতিনিধি

বেতন স্কেল বাড়ানোসহ নানা অনিয়মের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের জনবল নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ সংক্রান্ত তথ্য যাচাইয়ে ছয় সদস্যের একটি কমিটিও করা হয়েছে। কমিটি সরেজমিন পরিদর্শনে গিয়ে জনবলের চাহিদার যৌক্তিকতা ও প্রয়োজনীতা খতিয়ে দেখবে। গতকাল ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান ও সিনিয়র সহকারী পরিচালক ইউসুফ আলী খান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগমকে আহ্বায়ক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মৌলি আজাদকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য অধ্যাপক আবু তাহের, সচিব ফেরদৌস জামান, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ইউসুফ আলী খান এবং অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইউজিসির অডিট আপত্তি থাকা সত্ত্বেও ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম সিন্ডিকেটে শর্ত সাপেক্ষে বেতন স্কেল বাড়ানো হয়।

ইউজিসি বলছে, বেতন বাড়ানোর ক্ষেত্রে ‘স্কেল জাম্পিং’ করা হয়েছে। যাদের বেতন বাড়ানো হয়েছে তাদের বেতন স্কেল অনুযায়ী ৪৩ হাজার টাকা হওয়ার কথা। তবে তাদের ৫০ হাজার টাকা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখবে কমিটি।

কমিটির সদস্য ফেরদৌস জামান বলেন, ‘সরকারি বেতন স্কেল অমান্য করে কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত স্কেল প্রদান, প্রত্যেককে একেকটা করে বেশি ইনক্রিমেন্ট দেওয়াসহ নিয়োগসংক্রান্ত কিছু বিষয়ে অভিযোগ উঠেছে। এ জন্য চলতি মাসের শেষের দিকে একটি টিম পরিদর্শনে যাবে।’

কমিটির সদস্য আবু তাহের বলেন, ‘ইবি কর্মকর্তাদের বেতন বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখতে তাদের কাছে কিছু কাগজ চাওয়া হয়েছে। সেটি নিয়মানুযায়ী করা হলে আপত্তি থাকবে না।’

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘গতকাল চিঠি হাতে পেয়েছি। অডিট আপত্তি বা কোনো অভিযোগ পেলে বিষয়টি যাচাই করাই ইউজিসির কাজ। তারা সেটি করছে।’

সর্বশেষ খবর