শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জাপা সহিংস রাজনীতি মোকাবিলায় রাজপথে থাকবে : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাপা সহিংস রাজনীতি মোকাবিলায় রাজপথে থাকবে : বাবলা

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, সহিংস রাজনীতি ও গণতন্ত্রবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজপথে সরব থাকবে জাতীয় পার্টি। তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। গতকাল রাজধানীর শ্যামপুরের পোস্তগোলার প্রধান সড়কে ৫৪ নম্বর ওয়ার্ড জাপা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- আলমগীর শিকদার লোটন, মনিরুল ইসলাম মিলন, আমির উদ্দিন আহমেদ ডালু, শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর