রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আইসিসিবিতে শেষ হলো ইলেকট্রিক্যাল এক্সপো

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে শেষ হলো ইলেকট্রিক্যাল এক্সপো

শেষ হলো আন্তর্জাতিক উড বিল্ডকন ও ইলেকট্রিক্যাল এক্সপো। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবিতে অবকাঠামো, কাঠ ও আসবাবপত্র, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্যের তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। শেষ দিনে গতকাল ক্রেতা ও দর্শনার্থীর ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। আয়োজক সংস্থা ও মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন ছুটির দিন হওয়ায় ব্যাপক দর্শকসমাগম ঘটেছিল। প্রদর্শনীতে অংশ নেওয়া আল মোস্তফা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা স্টার ক্যাবলসের করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ব্যবস্থাপক আসাদুর রহমান বলেন, ‘আমাদের উৎপাদিত সব ধরনের ক্যাবল আমরা প্রদর্শন করেছি। আমাদের পণ্যগুলো শতভাগ দুর্ঘটনা এড়াতে সক্ষম। দেশি বাজারে আমাদের অনেক সুনাম রয়েছে। দেশের মোট ক্যাবল বাজারের ৮ থেকে ১০ শতাংশ প্রতিনিধিত্ব করে আমাদের প্রতিষ্ঠান। শিগগিরই আমরা রপ্তানি শুরু করব। এ প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের পণ্যগুলোর গুণাগুণ তুলে ধরেছি গ্রাহকের কাছে। গুণগত মানসম্পন্ন নিরাপদ ইলেকট্রিক্যাল পণ্য যেকোনো স্থাপনার জন্য নিশ্চিত করা জরুরি।’ স্থাপনায় ইলেকট্রিক্যাল সম্পর্কিত যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পারে এমন গুণমানসম্পন্ন পণ্য সম্পর্কে গ্রাহকের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এ ধরনের প্রদর্শনী আরও বেশি বেশি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এবার ষষ্ঠবারের মতো ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ মেলার আয়োজন করে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস (প্রা.) লি. ও ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস (প্রা.) লি.। মূল এক্সপোয় বাংলাদেশ উড-২০২২; বাংলাদেশ বিল্ডকন-২০২২ ও ইলেকট্রিক্যাল এক্সপো-২০২২- এ তিনটি বিভাগে প্রদর্শনী চলছে। এতে বাংলাদেশসহ ১০ দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠানের ২ হাজারের বেশি পণ্য প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, ইভেন্টের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের আসবাবপত্র, নির্মাণ ও বৈদ্যুতিক শিল্পকে বিকল্প সরবরাহকারী খুঁজে বের করা, খরচ অপটিমাইজ করা এবং নতুন সমাধান খুঁজে বের করা। এর আগে  বৃহস্পতিবার এ মেলা উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিন দিনের এ প্রদর্শনী শেষ হয়েছে গতকাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর