সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এসএসসি ও সমমানের ফল আজ

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষার (২০২২) ফলাফল আজ সোমবার প্রকাশিত হবে। রীতি অনুযায়ী সকালে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর দুপুর ১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা সূত্র জানায়, দুপুর ১২ টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন থেকে (www.educationboardresults.gov.bd) একযোগে ফল সংগ্রহ করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এ ছাড়া মোবাইলে মেসেজ পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের সাল স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। 

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়। ১ অক্টোবর তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয় ১০ অক্টোবর পর্যন্ত। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানে অংশ নেওয়া মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী এই ফলাফলের অপেক্ষায় রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর