শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ২১ ডিসেম্বর, বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৯ ডিসেম্বর প্রাথমিকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  বেলা ১১টায় উপজেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচনে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

 করোনার কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। চলতি বছর পরীক্ষা নিয়ে প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও গত ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়েছিল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে।

 আগামী ১৮ ডিসেম্বর প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষ হবে। ১৯ ডিসেম্বর পরীক্ষা শেষে ২০ ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির ফল প্রকাশ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর