পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের যেন কোনো দেশ আশ্রয় না দেয় সে জন্য জাতিসংঘে প্রস্তাব তোলা হবে । এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৫ জন খুনি বিভিন্ন দেশে রয়ে গেছে।
গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠা ু প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার জন্যে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে।
পৃথিবীর অন্য কোথাও এতো মানুষ এ জন্যে রক্ত দেয় নাই।