বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রাথমিকে চাকরিপ্রার্থীদের ডিসেম্বরের মধ্যে ডোপ টেস্ট করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। তবে ভেরিফিকেশন চলমান রেখেই তাদের নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেবল ডোপ টেস্টের প্রতিবেদন জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডোপ টেস্টের রিপোর্ট, স্বাস্থ্যগত সনদ ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে সব সনদসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত ৩৭ হাজার সহকারী শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। কারও পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হলে কিংবা নাশকতা, সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিংবা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিলেন বলে প্রতীয়মান হলে তিনি চাকরিতে অনুপযুক্ত হবেন। এ ছাড়া সব সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, সিভিল সার্জনের দেওয়া স্বাস্থ্য সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট দিতে হবে।

 প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদসহ সশরীরে উপস্থিত হতে হবে প্রার্থীদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর