শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পাঁচ দিন ধরে খাঁচায় বন্দি মেছো বাঘ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে পাঁচ দিন ধরে একটি মেছো বাঘ খাঁচায় বন্দি হয়ে আছে। এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বন বিভাগের কর্মকর্তাদের জানান। তবে পাঁচ দিনেও বাঘটি উদ্ধার করা হয়নি। বর্তমানে বাঘটি রয়েছে পেরিয়া ইউনিয়নের চেহরিয়া পূর্ব পাড়ার কিশোর রাসেল ও বাবলুর কাছে। গতকাল জানা যায়, উপজেলার চেহরিয়া গ্রামের বাবলু নামের এক কিশোর গত ১৮ ডিসেম্বর তার জমির ধান কাটতে গিয়ে দেখেন একটি মেছো বাঘ মরা ছাগলের মাংস খাচ্ছে।

 এ সময় স্থানীয় লোকজন মেছো বাঘটিকে আটক করে। স্থানীয়রা খাবার দিলেও সেটি খাচ্ছে না। এ ব্যাপারে গতকাল নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব বলেন, স্থানীয়দের মাধ্যমে বাঘ আটকের কথা শুনেছি। বিষয়টি বন কর্মকর্তাকে জানানো হয়েছে।নাঙ্গলকোট উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বাঘটি আটকের কথা শুনেছি। বাঘটি উদ্ধার করে কুমিল্লায় পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর