শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকার বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতাসীন সরকার নোয়াখালী, টাঙ্গাইল, গাজীপুরসহ সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

প্রিন্স বলেন, হাজার হাজার নেতা-কর্মীকে কারাবন্দি করায় বর্তমানে কারাগারে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেক নেতা ডিভিশন পাওয়ার অধিকারী হলেও এখনো ডিভিশন দেওয়া হয়নি। কারাবন্দি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী আবদুস সালাম, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, মোস্তাক মিয়াসহ শীর্ষ নেতারা জামিন পাওয়ার অধিকারী হলেও তাদের জামিন নামঞ্জুর করা হচ্ছে। তারা গুরুতর অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ হলেও জামিন দেওয়া হচ্ছে না। বিএনপি মহাসচিবসহ আটক সব বন্দির মুক্তি দাবি করছি।

এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, আবুল কালাম আজাদ, কাজী রওনকুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর