মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রূপগঞ্জে গ্যাস লিকেজে দগ্ধ জাহিদ বার্ন ইউনিটে মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন জাহিদ (৪০)। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। জাহিদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। গতকাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রূপগঞ্জ থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে তাদের কাছে ভর্তি ছিলেন চারজন। রাতে জাহিদ আইসিইউর ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ২৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আরও তিনজনের চিকিৎসা চলছে। তারা হলেন- রুমা (২৭), দুই শিশু লাবনী (১১) ও ইয়াসিন (৮)।

এর আগে ১৭ ডিসেম্বর দগ্ধ অবস্থায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়। এদের মধ্যে রুমার শরীরের ২৩ শতাংশ, লাবনীর শরীরের ২২ শতাংশ এবং ইয়াসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর