শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রূপগঞ্জে আওয়ামী লীগের সভা, রংধনুর কম্বল বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে আওয়ামী লীগের সভা, রংধনুর কম্বল বিতরণ

মেট্রোরেল প্রকল্পের ডিপোর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে রূপগঞ্জের পূর্বাচল এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ ফেব্রুয়ারি ওই ডিপো উদ্বোধন করবেন। এ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ দলের সমর্থকদের নিয়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল সকালে রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে রংধনু গ্রুপের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৮ হাজার পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক। এ ছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় আলাদাভাবে প্রস্তুতিমূলক সভা করেন নেতা-কর্মীরা। সভায় বসুন্ধরা গ্রুপ, রংধনু গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যৌথভাবে উপজেলার ভোলাবো, দাউদপুর, ভুলতা, গোলাকান্দাইল, রূপগঞ্জ, কায়েতপাড়া, মুড়াপাড়া ইউনিয়ন, কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন এলাকা থেকে শান্তিপূর্ণভাবে ৩ লক্ষাধিক লোকের জনসমাগমের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাস্থল ও এর আশপাশের অঞ্চলকে শোভিত করার জন্য সবাইকে দিকনির্দেশনা দেওয়া হয়। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, মেট্রোরেল হলে যেখানে ঢাকায় যেতে সময় লাগত ২ ঘণ্টা, সেখানে সময় লাগবে মাত্র ১৫ মিনিট। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন যেভাবে যে অবস্থায় আমাদের ডাকবেন সে অবস্থায় আমরা সাড়া দিয়ে যাব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দফতর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক হাজী মজিবুর রহমান, জলিল ভুইয়া, আওয়ামী লীগ নেতা হাজি সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর