শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চালের জন্য স্ত্রীর অপেক্ষা রাতে পেলেন মৃত্যু সংবাদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোমা খাতুন অপেক্ষা করছিলেন স্বামী চাল নিয়ে বাড়ি ফিরলে হবে রান্না। রাজমিস্ত্রি স্বামী রেজাউল ওরফে রাকিবুল প্রতিদিনই কাজ শেষে চাল নিয়ে বাড়ি ফিরলে জ্বলে চুলা। বৃহস্পতিবারও অপেক্ষা। কিন্তু সন্ধ্যায় আর স্বামী ফেরেননি। রাতে পুলিশের কাছ থেকে পেলেন স্বামীর মৃত্যু সংবাদ। গতকাল বোয়ালিয়া মডেল থানার গেটে একটি অটোরিকশায় বসেছিলেন সোমা খাতুন। স্বামীর মৃত্যুর খবর কখন পেলেন- প্রশ্ন করতেই চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডুকরে কেঁদে উঠলেন। বললেন, ‘আমার স্বামী কাজ থ্যাকা আসলে, তারপরে আমি রান্না কইরবো। আমার ছেলিপেলি খাবে। আমার স্বামী দিন খাটে দিন খাই। আমার স্বামী কাজ হইলে আমরা খাই, না হলে না খাইয়ে থাকি। আমার ছেলি-পেলি ভাত খাবো। কিন্তু আমার স্বামী তো আর ফোন ধরে না।’ কথাগুলো শেষ করতে পারলেন না। আবারও কেঁদে উঠলেন। সোমা খাতুন জানান, রাত ১০টার দিকে পুলিশ তার ছেলের কাছে ফোন করে জানায়, তারা যেন দ্রুত থানায় আসে। এরপর থানায় এসে জানতে পারেন তার স্বামীসহ আরও একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর