মালয়েশিয়ার বেসরকারি ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক শাখা ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গতকাল মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন প্রধান অতিথি হিসেবে এ শাখা ক্যাম্পাস চালুর ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের কুয়ালালামপুরে মূল ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন ও বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ ক্যাম্পাসের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল বারী মজুমদার। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসটি ঢাকার বনানীতে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং এ বছরের মে মাসে একাডেমিক কার্যক্রম শুরু করবে। দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন বলেন, এ শাখা উদ্বোধন মালয়েশিয়ার উচ্চশিক্ষাকে আন্তর্জাতিকীকরণ পরিকল্পনার অংশ। ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর দাতুক ড. সিতি হামিসাহ তাপসীর বলেন, ‘ইউসিএসাইয়ের নতুন ক্যাম্পাস প্রাথমিকভাবে শিক্ষাদান এবং শেখার ওপর গুরুত্ব দেবে। কাক্সিক্ষত স্নাতক ফলাফল এবং জীবনের সম্ভাবনা উন্নত করতে আমরা এমন প্রোগ্রাম অফার করব, যা আমাদের বাংলাদেশি অংশীদারদের চাহিদার প্রতিফলন। আমরা নতুন ক্যাম্পাসের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, নির্বাহী শিক্ষা এবং ক্রস ক্যাম্পাস সহযোগিতাকে অগ্রাধিকার দিতে এগিয়ে যাব।’ অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বনানীতে ইউসিএসআইয়ের বাংলাদেশ ক্যাম্পাস হবে প্রাথমিকভাবে ৪৫ হাজার বর্গফুট আয়তনের। এ ক্যাম্পাসে ডিগ্রি এবং মাস্টার্স প্রোগ্রাম শুরু হবে। থাকছে কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল, স্থাপত্য, সামাজিক বিজ্ঞান এবং ডিজাইনের বিষয়গুলো। এখন বিশ্ববিদ্যালয়টির কুয়ালালামপুর মূল ক্যাম্পাসে ১০০ বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়টি আগামী সাত বছরে বাংলাদেশে শাখা ক্যাম্পাসে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ভর্তি করার আশা করছে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম তিন একর জমিতে নির্মাণ করা ভবনে স্থানান্তর করা হবে। যেখানে ২ লাখ বর্গফুটের বেশি আয়তনের আধুনিক স্থাপনায় কার্যক্রম পরিচালনা করা হবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৩এ ইউসিএসআই মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। যার রেটিং ২৮৪ নম্বরে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, কুচিং এবং পোর্ট ডিকসনে তিনটি ক্যাম্পাস পরিচালনা করছে।
শিরোনাম
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে ক্যাম্পাস চালুর ঘোষণা
উবায়দুল্লাহ বাদল, মালয়েশিয়া থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর