শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিজের কবর বানিয়ে আলোচনায় দুলাল

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বাড়ির আঙ্গিনায় নিজের কবর তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন ডোম দুলাল। ইট, সিমেন্ট ও বালু দিয়ে প্রাচীর ঘিরে তৈরি কবর দেখতে প্রতিদিন লোক আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এ কার্যক্রম। দুলাল তরুণ বয়সে শুরু করেন হাসপাতালে ময়নাতদন্ত কাজে চিকিৎসকদের সহায়তা। তার দাবি টানা ৩৮ বছরের এ পেশায় ২ লক্ষাধিক ময়নাতদন্ত করেছেন। ১০ সন্তানের জনক দুলাল ডোমের দুই ছেলে বর্তমানে বাবার পেশা ধরে রেখেছেন। দুলাল ডোম নিজের জন্য ২৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ দেয়াল দিয়ে ভিতরে কবর করেছেন। ডোম দুলাল বলেন, আমার বাপ-দাদার কবরের ওপর এখন শৌচাগার হয়েছে। আমি মারা যাওয়ার পর সন্তানেরা যেখানে দাফন করবে সেখানেও যে শৌচাগার হবে না তার নিশ্চয়তা নেই। এ জন্যই নিজের কবর সংরক্ষিত করলাম। এ পর্যন্ত কবর আর দেয়াল করতে তার ২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তিনি। ডোম দুলালের সন্তানরা বলেন, ‘বাবার ইচ্ছা মারা যাওয়ার পর যেন তাকে এখানে কবর দেওয়া হয়। কেউ যেন তার কবরকে শৌচাগার ব্যবহার করতে না পারেন। গরু-ছাগল যেন বিচরণ না করে।’

প্রতিবেশীরা দুলালের এ কাজ সমর্থন করে বলেন, যেখানেই মৃত্যু হোক তার লাশ এনে এ কবরেই দাফন করব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর