শিরোনাম
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেটে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাস্তা ও ড্রেনের ওপর নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল সকাল ৯টা থেকে দিনভর দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুশিঘাট এলাকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক সূত্র জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা অংশে রাস্তা প্রশস্তকরণ ও নতুন করে ড্রেন নির্মাণ কাজ করছে সিটি করপোরেশন। ইতোমধ্যে কিছু অংশে ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে। নতুন নির্মিত ড্রেনের ওপর অনেকে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে আগে থেকেই সড়ক ও ড্রেনের জায়গায় স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তারা স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেননি। অবশেষে গতকাল থেকে সিসিক উচ্ছেদ অভিযানে নামে। অভিযান চলাকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান ছিলেন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অবৈধ স্থাপনার কারণে রাস্তা ও ড্রেন প্রশস্তকরণ কাজ ব্যাহত হচ্ছিল। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ড্রেনের জায়গা দখলমুক্ত করা হয়েছে। নগরীর রাস্তাঘাট ও ড্রেনের জায়গা দখল করে যারা যেখানে স্থাপনা নির্মাণ করেছেন সবগুলোই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর