বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শারজাহ পেপার ওয়ান শোতে বসুন্ধরার পণ্যে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক

শারজাহ পেপার ওয়ান শোতে বসুন্ধরার পণ্যে ব্যাপক সাড়া

শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সহযোগিতায় সেখানে শুরু হয়েছে অষ্টম পেপার ওয়ান শো। এবারের আয়োজনে বিশ্বের ৩০টি দেশের ১৬০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মঙ্গলবার শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত শোতে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের উৎপাদিত বিভিন্ন রকম পেপার, টিস্যুসহ নানা পণ্য ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন দেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দর্শনার্থীরা বসুন্ধরার পণ্যের গুণগত মান এবং প্রতিযোগিতামূলক মূল্য দেখে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে বসুন্ধরার উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রদর্শনীটি কাগজ শিল্পে জড়িত কর্মকর্তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময়, আধুনিক মেশিন ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া, নতুন ব্যবসায়িক সম্পর্ক এবং অংশীদারিত্বের সুযোগ করে দিবে। প্রদর্শনী আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর