মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গেদে-দর্শনা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট তিন বছর পর চালু

কলকাতা প্রতিনিধি

প্রায় তিন বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়েছে গেদে (পশ্চিমবঙ্গ)-দর্শনা (বাংলাদেশ) স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। গত বৃহস্পতিবার থেকে এ চেকপোস্ট চালু করা হয়েছে। করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে গেদে-দর্শনা স্থলপথ বন্দরে সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়েছিল। এ অবস্থায় ২৮ ফেব্রুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে সীমান্তে একটি নির্দেশিকা পাঠানো হয়। এতে সীমান্ত পুনরায় চালু করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। এর পরই বৃহস্পতিবার থেকে বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয় ইমিগ্রেশন চেকপোস্ট।

গতকাল মহিন আব্রাহাম নামে এক বাংলাদেশি যাত্রী বলেন, ‘এখান দিয়ে ভিসা বন্ধ থাকার কারণে আমাদের বিমান বা অন্য পথে ভারতে যেতে হতো। সেক্ষেত্রে খরচটা অনেক বেশি হতো। কিন্তু এখন বর্ডার চালু হওয়ায় অনেক কম খরচে যেতে পারছি। তাছাড়া যাত্রাপথেও কোনো বিরতি নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর