শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামের চুনতি থেকে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের এলাকা থেকে এক বছরে আড়াই শতাধিক অভিযানে পুলিশ সাড়ে ৫ লাখের অধিক ইয়াবা উদ্ধার করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এক বছরে চট্টগ্রাম জেলায় ইয়াবার যতগুলো বড় চালান উদ্ধার করা হয়েছে, তার মধ্যে সিংহভাগই উদ্ধার করা হয় চুনতি চেক পোস্ট থেকে। এ স্পটটি সব সময় আমাদের নজরদারিতে থাকে। মহাসড়কের ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশের একটি দল কর্তব্যরত থাকে। লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, লোহাগাড়া থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এবং পার্বত্য জেলা বান্দরবনে সহজে যাওয়া যায়। তাই মাদক ব্যবসায়ীরা ট্রানজিট হিসেবে লোহাগাড়াকে ব্যবহার করছে। ইয়াবা ব্যবসায়ীরা লোহাগাড়া উপজেলাকে ব্যবহার করে কক্সবাজার থেকে ইয়াবার চালান পাচার করছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানে ইয়াবার বড় বড় চালান জব্দ করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর