রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এলপিজি স্টেশন ও কনভার্সন ওনার্সদের পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

এলপিজি অটোগ্যাস জনপ্রিয় করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’।

গতকাল রাজধানীর রাওয়া ক্লাবে সংগঠনের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ দাবি জানান। অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো পরিবেশবান্ধব বিকল্প-সাশ্রয়ী জ্বালানি হিসেবে এলপিজি অটোগ্যাসকে জনপ্রিয় করা। এলপিজি অটোগ্যাস ব্যবসার সম্প্রসারণ, সহজীকরণ, বিনিয়োগ সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে এলপিজি অটোগ্যাসের মূল্য নির্ধারণের ফর্মূলা থেকে ভ্যাট প্রত্যাহার। আগামী ১০ বছর ট্যাক্স হলিডে ঘোষণা। এলপিজি নীতিমালা এবং বিধিমালা-২০১৬ সংশোধন করে যাবতীয় লাইসেন্সিং সহজীকরণ ও হয়রানিমুক্ত ব্যবসা পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে ওয়ানস্টপ সেবা চালু করা। অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. হাসিন পারভেজ অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ মালিকদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে অটোগ্যাস সেক্টরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সভায় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি, জোনাল কমিটি, এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি, এলপিজি অপারেটর এবং সারা দেশ থেকে আগত এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপের মালিক, প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ খবর