শিরোনাম
শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগর শাখা গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ হাঁপিয়ে উঠেছে। দ্রব্যমূল্য যেন লাগামহীন ঘোড়া। এর লাগাম টেনে ধরার মতো কেউ আছেন বলে মনে হচ্ছে না। ঢাকা মহানগরীর আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মো. আবু বকর সিদ্দিক, মাওলানা হযরত আলী, মাওলানা মো. আনোয়ার হোসাইন, মো. জহিরুল ইসলাম, মো. আব্দুল খালেকসহ অন্যান্য নেতা মানববন্ধনে বক্তৃতা করেন। সংগঠনের সিনিয়র নায়েবে আমির আরও বলেন- মানুষ কোথায় যাবে, কার কাছে বলবে; কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না।

তিনি বলেন- ব্যবসায়ী সিন্ডিকেট, মজুদদার ও মুনাফাখোরদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।

সর্বশেষ খবর