সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পায়রা বন্দর এখন আর সম্ভাবনা নয়, বাস্তবতা : বন্দর চেয়ারম্যান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, পায়রা বন্দর বাংলাদেশের স্বাধীনতার পর  দেশের প্রথম স্মার্ট বন্দর। এ বন্দর এখন আর সম্ভাবনা নয়, বাস্তবতা। একটি আধুনিক মাস্টার প্ল্যানের আওতায় এই বন্দরটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মহান স্বাধীনতা দিবসে পায়রা বন্দর সভা কক্ষে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে রাবনাবাদ চ্যানেল হস্তান্তর অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল এ কথা বলেন। তিনি বলেন, আগামীতে বন্দরে প্রথম টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে মাল্টিপারপাস টার্মিনাল। ইতোমধ্যে বন্দরকে ঘিরে দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বন্দরের ফার্স্ট টার্মিনাল স্থাপনের কাজ শেষ হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে আট থেকে দশ গুণ বেশি। বন্দরের এই সক্ষমতার মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।

রাবনাবাদ চ্যানেল হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মুহিববুর রহমান, স্কিম পরিচালক রাজীব ত্রিপুরা, প্রকল্প পরিচালক জ্যা জ্যান মুয়েনসসহ ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বন্দর কর্তৃপক্ষের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

সর্বশেষ খবর