মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

১৩ বছর পর হত্যা মামলার রায়ে একজনের যাবজ্জীবন, খালাস ৮

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দীর্ঘ ১৩ বছর পর খুলনা নগরীর শামসুর রহমান রোডে জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু পলাতক। হত্যা মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আটজনকে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১০ সালের ১০ জুন সন্ধ্যায় শামসুর রহমান সড়কে জাহাঙ্গীর হোসেনকে (২৯) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইলিয়াস হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। কিন্তু দীর্ঘদিন বাদী ও সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় বিচারের কাজ বিলম্বিত হয়। পরে আদালত সমন জারি করে বাদী ও সাক্ষীদের আদালতে হাজির করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ বলেন, গ্রেফতার হওয়ার পর আসামি রনি ওরফে বাবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতে জামিন নিয়ে তিনি পালিয়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর