শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিএনপির অবস্থান কর্মসূচির প্রস্তুতিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএনপির অবস্থান কর্মসূচি। এ লক্ষ্যে গতকাল শহীদ মিনার প্রাঙ্গণে প্যান্ডেল তৈরির কাজ শুরু করে মহানগর বিএনপি। কিন্তু প্যান্ডেল বেঁধে কর্মসূচি পালনে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে প্যান্ডেল তৈরিতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে পুলিশ বলছে উন্মুক্ত স্থানে কর্মসূচি পালনের অনুমতি না থাকায় প্যান্ডেল বাঁধতে বাধা দেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, ‘শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর বিএনপি অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়। কর্মসূচির ব্যাপারে ২৭ মার্চ স্থানীয় প্রশাসনকেও অবগত করা হয়। এ সময় তারা কোনো আপত্তি জানায়নি। অথচ কর্মসূচি পালনের আগের দিন বলছে শহীদ মিনারে বা উন্মুক্ত স্থানে কর্মসূচি পালন করা যাবে না। এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারত, কর্মসূচির আগের দিন তা মেনে নেওয়া যায় না। আমরা যেকোনো মূল্যে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করব।’ এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচির আয়োজন করতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর