চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টের কয়লাবাহী লাইটার এভারগ্রিন-৪-এর ক্রুদের ওপর হামলা চালিয়েছে ডাকাত দল। রবিবার দিবাগত রাতে আট-নয়জনের সশস্ত্র ডাকাত দল একটি মাছ ধরার নৌকায় এসে হামলা চালায়। হামলায় অন্তত চারজন ক্রু আহত হয়েছেন। ডাকাতরা ক্রুদের মোবাইল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে। এস আলম গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রটি জানুয়ারি মাসে কমিশনিং শুরু করে। শিগগিরই পুরোপুরি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য ১০ এপ্রিল থেকে লাইটার জাহাজের মাধ্যমে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে কয়লা আনা হচ্ছিল। লাইটার জাহাজ এভারগ্রিন-৪-এর মালিক ক্যাপ্টেন নাজমুল হোসাইন চৌধুরী জানান, জাহাজটি কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা ছিল। রবিবার রাতের শেষ দিকে হঠাৎ আট-নয়জনের ডাকাত দল এসে সশস্ত্র হামলা চালায়। হামলায় জাহাজের লস্কর আশিকুল ইসলাম, সৌরভ কাজী, রুম্মন তাজ ও বাবুর্চি আবুল বশর আহত হন। সকালে তাদের উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় আবুল বশরকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
নৌপুলিশের অতিরিক্ত সুপার মো. খোরশেদ আলম জানান, ডাকাতির ঘটনায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।