কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে ঘুমন্ত দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি বিশ্বাসপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া খাতুন (৭) ও সুমাইয়া খাতুন (২) ওই এলাকার মোহাম্মদ দুখির মেয়ে। দৌলতপুরে কোনো ফায়ার স্টেশন না থাকায় পার্শ্ববর্তী ভেড়ামারা ও মিরপুর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন একই পরিবারের দুই শিশুকন্যার আগুনে পুড়ে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গতকাল বিকালের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন ওই দুই শিশু ঘুমিয়ে ছিল বলে পরিবারের লোকজন জানান। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সবুজ হোসেন আরও বলেন, ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রতিবেশী ওসমান আলীর বসতবাড়িও পুড়ে গেছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        