নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ৫ শতাধিক গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও রায়পুরার কৃতী সন্তান ফরিদা ইয়াসমিন। গতকাল সকালে উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের এসব মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে শাড়ি-লুঙ্গি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
ঈদ উপহার বিতরণকালে ফরিদা ইয়াসমিন বলেন, দেশের একটি মানুষও যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষে আমি আপনাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি নিয়ে হাজির হয়েছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন ভালো থাকে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। আগামী দিনেও যেন আপনাদের পাশে থাকতে পারি সে জন্য দোয়া করবেন।
বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব উপস্থিত ছিলেন।