প্রত্যন্ত চরেও শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শিক্ষার আলো ছড়াতে কালের কণ্ঠের শুভসংঘের সপ্তম স্কুলের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম চল্লিশা চরে ৪২ জন শিশু শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়েছে। যাত্রাকালেই স্কুলে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদি, গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম, সিটি প্রেস ক্লাব সভাপতি স্বপন চৌধুরী, কালের কণ্ঠ রংপুর অফিস প্রধান নজরুল ইসলাম রাজুসহ স্থানীয় অভিভাবকরা। এ সময় অভিভাবকরা বলেন, অভাব-অনটন আর বন্যার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি না। বসুন্ধরা গ্রুপ স্কুল প্রতিষ্ঠা করায় তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান। স্কুল উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন বলেন, এ পর্যন্ত রংপুরসহ ৭টি এলাকায় স্কুল করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের স্কুলের সব শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়া করাবে। প্রত্যন্ত এলাকার অভাবি মানুষের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে বসুন্ধরা গ্রুপ সারা দেশে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আন্তরিকতায় এ ধরনের জনহিতকর কাজ করা সম্ভব হচ্ছে। এ সময় তিনি একজন শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গঙ্গাচড়া উপজেলা কালের কণ্ঠ শুভসংঘ কমিটির সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আলপনা রিতু, তুহিন, মনিষা, শিমা, মুহিত, ইস্তিয়াক, আজাদ প্রমুখ। রাতে এমদাদুল হক মিলন সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও শুভসংঘ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
প্রত্যন্ত চরে শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর