প্রত্যন্ত চরেও শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শিক্ষার আলো ছড়াতে কালের কণ্ঠের শুভসংঘের সপ্তম স্কুলের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম চল্লিশা চরে ৪২ জন শিশু শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়েছে। যাত্রাকালেই স্কুলে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদি, গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম, সিটি প্রেস ক্লাব সভাপতি স্বপন চৌধুরী, কালের কণ্ঠ রংপুর অফিস প্রধান নজরুল ইসলাম রাজুসহ স্থানীয় অভিভাবকরা। এ সময় অভিভাবকরা বলেন, অভাব-অনটন আর বন্যার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি না। বসুন্ধরা গ্রুপ স্কুল প্রতিষ্ঠা করায় তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান। স্কুল উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন বলেন, এ পর্যন্ত রংপুরসহ ৭টি এলাকায় স্কুল করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের স্কুলের সব শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়া করাবে। প্রত্যন্ত এলাকার অভাবি মানুষের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে বসুন্ধরা গ্রুপ সারা দেশে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আন্তরিকতায় এ ধরনের জনহিতকর কাজ করা সম্ভব হচ্ছে। এ সময় তিনি একজন শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গঙ্গাচড়া উপজেলা কালের কণ্ঠ শুভসংঘ কমিটির সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আলপনা রিতু, তুহিন, মনিষা, শিমা, মুহিত, ইস্তিয়াক, আজাদ প্রমুখ। রাতে এমদাদুল হক মিলন সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও শুভসংঘ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
প্রত্যন্ত চরে শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর