প্রত্যন্ত চরেও শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শিক্ষার আলো ছড়াতে কালের কণ্ঠের শুভসংঘের সপ্তম স্কুলের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম চল্লিশা চরে ৪২ জন শিশু শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়েছে। যাত্রাকালেই স্কুলে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদি, গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম, সিটি প্রেস ক্লাব সভাপতি স্বপন চৌধুরী, কালের কণ্ঠ রংপুর অফিস প্রধান নজরুল ইসলাম রাজুসহ স্থানীয় অভিভাবকরা। এ সময় অভিভাবকরা বলেন, অভাব-অনটন আর বন্যার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি না। বসুন্ধরা গ্রুপ স্কুল প্রতিষ্ঠা করায় তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান। স্কুল উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন বলেন, এ পর্যন্ত রংপুরসহ ৭টি এলাকায় স্কুল করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের স্কুলের সব শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়া করাবে। প্রত্যন্ত এলাকার অভাবি মানুষের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে বসুন্ধরা গ্রুপ সারা দেশে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আন্তরিকতায় এ ধরনের জনহিতকর কাজ করা সম্ভব হচ্ছে। এ সময় তিনি একজন শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গঙ্গাচড়া উপজেলা কালের কণ্ঠ শুভসংঘ কমিটির সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আলপনা রিতু, তুহিন, মনিষা, শিমা, মুহিত, ইস্তিয়াক, আজাদ প্রমুখ। রাতে এমদাদুল হক মিলন সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও শুভসংঘ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শিরোনাম
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
প্রত্যন্ত চরে শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর