প্রত্যন্ত চরেও শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শিক্ষার আলো ছড়াতে কালের কণ্ঠের শুভসংঘের সপ্তম স্কুলের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম চল্লিশা চরে ৪২ জন শিশু শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়েছে। যাত্রাকালেই স্কুলে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদি, গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম, সিটি প্রেস ক্লাব সভাপতি স্বপন চৌধুরী, কালের কণ্ঠ রংপুর অফিস প্রধান নজরুল ইসলাম রাজুসহ স্থানীয় অভিভাবকরা। এ সময় অভিভাবকরা বলেন, অভাব-অনটন আর বন্যার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি না। বসুন্ধরা গ্রুপ স্কুল প্রতিষ্ঠা করায় তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান। স্কুল উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন বলেন, এ পর্যন্ত রংপুরসহ ৭টি এলাকায় স্কুল করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের স্কুলের সব শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়া করাবে। প্রত্যন্ত এলাকার অভাবি মানুষের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে বসুন্ধরা গ্রুপ সারা দেশে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আন্তরিকতায় এ ধরনের জনহিতকর কাজ করা সম্ভব হচ্ছে। এ সময় তিনি একজন শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গঙ্গাচড়া উপজেলা কালের কণ্ঠ শুভসংঘ কমিটির সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আলপনা রিতু, তুহিন, মনিষা, শিমা, মুহিত, ইস্তিয়াক, আজাদ প্রমুখ। রাতে এমদাদুল হক মিলন সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও শুভসংঘ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শিরোনাম
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রত্যন্ত চরে শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর