প্রত্যন্ত চরেও শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শিক্ষার আলো ছড়াতে কালের কণ্ঠের শুভসংঘের সপ্তম স্কুলের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম চল্লিশা চরে ৪২ জন শিশু শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়েছে। যাত্রাকালেই স্কুলে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদি, গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম, সিটি প্রেস ক্লাব সভাপতি স্বপন চৌধুরী, কালের কণ্ঠ রংপুর অফিস প্রধান নজরুল ইসলাম রাজুসহ স্থানীয় অভিভাবকরা। এ সময় অভিভাবকরা বলেন, অভাব-অনটন আর বন্যার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি না। বসুন্ধরা গ্রুপ স্কুল প্রতিষ্ঠা করায় তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান। স্কুল উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন বলেন, এ পর্যন্ত রংপুরসহ ৭টি এলাকায় স্কুল করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের স্কুলের সব শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়া করাবে। প্রত্যন্ত এলাকার অভাবি মানুষের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে বসুন্ধরা গ্রুপ সারা দেশে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আন্তরিকতায় এ ধরনের জনহিতকর কাজ করা সম্ভব হচ্ছে। এ সময় তিনি একজন শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গঙ্গাচড়া উপজেলা কালের কণ্ঠ শুভসংঘ কমিটির সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আলপনা রিতু, তুহিন, মনিষা, শিমা, মুহিত, ইস্তিয়াক, আজাদ প্রমুখ। রাতে এমদাদুল হক মিলন সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও শুভসংঘ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শিরোনাম
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
প্রত্যন্ত চরে শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর