শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে কোন্দল তুঙ্গে

আজহার মাহমুদ, চট্টগ্রাম

দুই দশক পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের কমিটি হয়েছিল গত বছরের মার্চে। কমিটির মেয়াদ এক বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। অভিযোগ উঠেছে, কমিটির সভাপতি ও সম্পাদক এসব বিষয়ে মনোযোগ না দিয়ে ইউনিট সম্মেলনের প্রস্তুতি নিয়ে সময় পার করছেন। এতে করে সংগঠনের নেতারাই দুই ভাগে ভাগ হয়ে পড়েছেন।

এদিকে গত মার্চের শুরুতে এসব বিষয় নিয়ে সভাপতি-সম্পাদকসহ এ পক্ষের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ করেছেন অপর পক্ষ। এ পক্ষের অভিযোগ, ২০০১ সালে গঠিত স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের কমিটি ২০ বছরেও পূর্ণাঙ্গ কমিটি দেয়নি। ফলে সংগঠনটির কার্যক্রম অনেক বছর ঝিমিয়ে ছিল। দীর্ঘ ২০ বছর পর ২০ সদস্যের কমিটি গঠন করে সে কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সাত দিন সময় দেওয়া হয়। এক বছর পার হয়ে গেলেও তারা এখনো কমিটি গঠন করতে পারেননি। বরং সভাপতি-সম্পাদক স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। নিজেদের লোক দিয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া করছেন।

এসব অভিযোগ তোলা পক্ষে থাকা কমিটির প্রথম সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা কেন্দ্রের সভাপতি-সম্পাদককে বিষয়গুলো জানিয়েছি। উনারা সবার মতামতের ভিত্তিতে সংগঠন চালানোর জন্য নগরের সভাপতি-সম্পাদককে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে নগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেন, আমরা কেন্দ্রীয় কমিটিকে ১০১ সদস্যের তালিকা দিয়েছি। পূর্ণাঙ্গ কমিটি দেওয়া না দেওয়া কেন্দ্রের ওপর নির্ভর করছে। শিগগিরই এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর