বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঝড়সহ বৃষ্টি হতে পারে তিন দিন

নিজস্ব প্রতিবেদক

তাপপ্রবাহের পর রাজধানীতে আঘাত হেনেছে কালবৈশাখী। বছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঘণ্টায় ৭৮ কিলোমিটার গতির ঝড়ের পর বৃষ্টিও ঝরেছে। বাতাসের তোড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারপাশ। থেমে থেমে কানে বাজে বজ্রের গর্জন। ঝড়ের এ শক্তি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড করা হয়েছে। বিমানবন্দর এলাকায় গতকাল বিকাল ৫টা ৫৬ মিনিটে শুরু হওয়া ঝড়ের স্থায়িত্ব ছিল এক মিনিটের কম। বৃষ্টির পরিমাণও ছিল এক মিলিমিটার। ঘূর্ণিঝড় ‘মোখা’ আসার আগে থেকে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখা আসার খবরে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ। তবে এ কদিন হয়নি বৃষ্টি। অবশেষে গতকাল সন্ধ্যায় বৃষ্টিতে ভিজল ঢাকার রাস্তা। আবহাওয়া অধিদফতর বলছে, আজসহ তিন দিন বৃষ্টি ও কালবৈশাখী চলতে পারে।

হঠাৎ বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বজ্রপাতের পরিমাণও বাড়তে পারে। বিকালের পর থেকে এ ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সেই সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়ার মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বুধবার থেকে পরবর্তী তিন দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর