শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

ভুয়া পরিচয়ে বিয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে ভুয়া পরিচয়ে বিয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবর হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

জানান, গতকাল সকালে আসামি বাবর হোসেন ও তার তিন সহযোগীসহ অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় বাবরকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যরা এনআইডি জালিয়াতি করে বিয়ে রেজিস্ট্রির ঘটনায় আসামির পক্ষে উকিল ও সাক্ষী ছিলেন। বর্তমানে ভুক্তভোগী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক পরীক্ষার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী নারী চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। ২০২২ সালের আগস্ট মাসে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আসামি বাবরের সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন আসামি নিজেকে এনআরবি গ্লোবাল ব্যাংকের লিগ্যাল অফিসার বলে পরিচয় দেন। এরপর একই বছরের ৮ অক্টোবর তাদের বিয়ে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর