বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার কর্মপরিকল্পনা নির্ধারণে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। তবে ওই সভায় যাননি নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লাহও আসেননি। সভায় ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন বিসিসি নির্বাচনে দলের কেন্দ্রীয় টিমলিডার। গতকাল বিকালে গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে ওই সভায় সভাপতিত্ব করেন বিসিসি নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির টিমলিডার ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। দলের দুই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সদস্য গোলাম রাব্বানী চিনু ও গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি মো. শাহ আলম, এমপি পংকজ নাথ, সংরক্ষিত এমপি রুবিনা আক্তার মিরাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা সব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ উপস্থিত না থাকার কারণ জানতে চান। মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর সভায় বলেন, আমরা যাতে নৌকার পক্ষে কাজ করতে পারি সেই পরিবেশ সৃষ্টি করে দিয়ে যান। আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত না আসার কারণ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বর্ধিত সভা শেষে বলেন, তিনি বরিশাল শহরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন, তাই আসতে পারেননি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়নবঞ্চিত সিটি মেয়র সাদিক আবদুল্লাহ না আসার কারণ সম্পর্কে বাহাউদ্দিন নাছিম বলেন, তিনি ঢাকায় বসে প্রচারণা চালাবেন।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?