বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার কর্মপরিকল্পনা নির্ধারণে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। তবে ওই সভায় যাননি নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লাহও আসেননি। সভায় ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন বিসিসি নির্বাচনে দলের কেন্দ্রীয় টিমলিডার। গতকাল বিকালে গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে ওই সভায় সভাপতিত্ব করেন বিসিসি নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির টিমলিডার ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। দলের দুই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সদস্য গোলাম রাব্বানী চিনু ও গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি মো. শাহ আলম, এমপি পংকজ নাথ, সংরক্ষিত এমপি রুবিনা আক্তার মিরাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা সব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ উপস্থিত না থাকার কারণ জানতে চান। মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর সভায় বলেন, আমরা যাতে নৌকার পক্ষে কাজ করতে পারি সেই পরিবেশ সৃষ্টি করে দিয়ে যান। আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত না আসার কারণ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বর্ধিত সভা শেষে বলেন, তিনি বরিশাল শহরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন, তাই আসতে পারেননি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়নবঞ্চিত সিটি মেয়র সাদিক আবদুল্লাহ না আসার কারণ সম্পর্কে বাহাউদ্দিন নাছিম বলেন, তিনি ঢাকায় বসে প্রচারণা চালাবেন।
শিরোনাম
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
বরিশালে নৌকার প্রার্থী জেতাতে বর্ধিত সভায় নেই খোকন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর