বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে জীবন উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিশ্বশান্তির জন্যে জীবনদানকারী ১৬৬ বাংলাদেশিসহ ৪ হাজার ২০০ জন শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা এবং দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সৈন্যদের কর্মনিষ্ঠার প্রশংসাবাণী উচ্চারণের মধ্য দিয়ে সোমবার ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রদত্ত বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় জাতিসংঘের অঙ্গীকারের স্পন্দিত হৃৎপিন্ডের পরিপূরক হচ্ছে আমাদের শান্তিরক্ষীরা।’ তিনি দাঙ্গা-সংঘাত-যুদ্ধ পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় মিশনের নারী-পুরুষদের এই অসম সাহসী ভূমিকার প্রতি জাতিসংঘের দ্ব্যর্থহীন সমর্থন অব্যাহত রাখতে সদস্য-রাষ্ট্রগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

 উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকে এ যাবৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২০ লক্ষাধিক ট্রুপস ও বেসামরিক সদস্য নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। মারাত্মক সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে নিপতিত বেসামরিক নাগরিকদের রক্ষায় তারা অবিশ্বাস্য ভূমিকা পালন করছেন। বর্তমানে, ১২টি শান্তিরক্ষা মিশনে ৭ হাজার ৫০০ জন বাংলাদেশিসহ ১২৫ দেশের ৮৭ হাজার শান্তিরক্ষী কাজ করছেন। এসব মিশন রয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত অঞ্চলগুলোতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর