শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় তেলবাহী একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল্লাহ (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে থাকা নিহতের বন্ধু নিষাদও গুরুতর আহত হন। গতকাল বিকালে স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিষাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুল্লাহর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল্লাহ ও নিষাদ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। বিকালে তারা স্টাফ কোয়ার্টার পৌঁছালে তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন দুজন। এ সময় আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান।

আহত অবস্থায় নিষাদকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মো. আবদুল্লাহ নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও তেলবাহী ওই ট্রাকটি জব্দ করা হয়েছে। জানা গেছে, আবদুল্লাহর বাবার নাম মো. বিদ্বান মিয়া। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুরে। তারা ডেমরার সারুলিয়া ট্যাংরা ক্যানেলপাড়ায় থাকেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর