রাজধানীর ডেমরায় তেলবাহী একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল্লাহ (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে থাকা নিহতের বন্ধু নিষাদও গুরুতর আহত হন। গতকাল বিকালে স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিষাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুল্লাহর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল্লাহ ও নিষাদ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। বিকালে তারা স্টাফ কোয়ার্টার পৌঁছালে তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন দুজন। এ সময় আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান।
আহত অবস্থায় নিষাদকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মো. আবদুল্লাহ নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও তেলবাহী ওই ট্রাকটি জব্দ করা হয়েছে। জানা গেছে, আবদুল্লাহর বাবার নাম মো. বিদ্বান মিয়া। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুরে। তারা ডেমরার সারুলিয়া ট্যাংরা ক্যানেলপাড়ায় থাকেন।