আগামী ৯ সেপ্টেম্বর বরিশালে যুব সমাবেশ করবে সদর উপজেলা আওয়ামী যুবলীগ। ওই দিন বিকালে সিটি করপোরেশনের সামনে ফজলুল হক এভিনিউ সড়কে সমাবেশে ২০ হাজারের বেশি নেতা-কর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুবলীগকে সুসংগঠিত ও নেতা-কর্মীদের চাঙা রেখে মাঠ দখলে রাখার উদ্দেশে এই যুব সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু। বাবু বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব সমাবেশের মাধ্যমে উজ্জীবিত যুবলীগ নেতা-কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মাঠে থেকে বিরোধী জোটের যে কোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে তিনি জানান। যুব সমাবেশ সফল করতে গত সোমবার রাতে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত বাড়িতে প্রস্তুতি সভা হয়। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহনেওয়াজ শাহিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। এ ছাড়া জেলা ও সদর উপজেলা যুবলীগের নেতারা সভায় উপস্থিত ছিলেন। সভায় ৯ সেপ্টেম্বরের যুব সমাবেশে সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মীর সমাগম ঘটাতে তৃণমূল পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চরমোনাই ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক সরদার হোসাইন আহমেদ লিটন। প্রস্তুতি সভায় জানানো হয়, ৯ সেপ্টেম্বরের যুব সমাবেশে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। প্রধান বক্তা থাকবেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদি। বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং জেলা যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিন।
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহনেওয়াজ শাহিন বলেন, সদর উপজেলার ১০টি ইউনিয়নেই যুবলীগের কমিটি আছে। তবে সব কমিটি অনেক পুরনো। তাদের অনেকে মূল দল আওয়ামী লীগে পদ-পদবি পেয়েছেন, কেউ চাকরি নিয়েছেন, কেউ গেছেন বিদেশ। এ কারণে কমিটিগুলো নিষ্ক্রিয়। সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে যুবলীগের সুসংগঠিত করতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ফরম বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব পেতে অনেকেই ফরম সংগ্রহ করেছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিষ্ক্রিয় যুবলীগকে উজ্জীবিত করতে যুব সমাবেশ আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        