তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খন্দকারকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে মো. খায়রুল আলম সেখকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হুমায়ুন কবীর খন্দকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে হুমায়ুন কবীরকে গত ১ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দিয়েছিল সরকার। হুমায়ুন কবীর ২০১৪ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদক এবং ২০১৬ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হন।
এদিকে প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. খায়রুল আলম সেখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।