প্রায় দেড় বছরের মতো মেয়াদ থাকলেও জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে জানিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মাসে বিশ্ব নদী দিবসের অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, ‘মেঘনা নদী থেকে অবৈধভাবে যারা বালি উত্তোলন করছেন, তাদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর হাত আছে’ এমন বক্তব্য দেওয়ার ২৪ দিন পর গতকাল তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সূত্র জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের পর এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই উল্লেখ করে ড. মঞ্জুর আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার যে কাউকে চাইলে চুক্তিতে নিয়োগ দিতে পারে, আবার বাতিলও করতে পারে। নারী মন্ত্রীকে নিয়ে বক্তব্যের জেরে চুক্তি বাতিল হলো কি না জানতে চাইলে বলেন, আমার মন্তব্য নেই। তবে যে বক্তব্য আমি দিয়েছিলাম সেটা এখনো বলব সঠিক ছিল। আমি দায়িত্বে থাকাকালীন কাজ কেমন করেছি সেটা দেশের মানুষ বিবেচনা করবে, আপনারা (সাংবাদিক) বলতে পারবেন।
শিরোনাম
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা