নানা আয়োজনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পালিত হলো তৃতীয় এক্স ক্যাপ রিইউনিয়ন ২০২৩। গতকাল সকালে স্কুল মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এ সময় সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ব ম আবদুল বাতিন ইমানী, অধ্যক্ষ কর্নেল মনিরুজ্জামান খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, এক্স ক্যাপের আহ্বায়ক ফাহিম দাত খান রুপক, সভাপতি শামিম এজাজ, উপদেষ্টা মনসুর হোসেন মানিক প্রমুখ। দিনব্যাপী নানা আয়োজনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন।