ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ভবিষ্যতে যেন আর কেউ দখল করতে না পারে সেভাবেই পর্যায়ক্রমে মেয়র হানিফ উড়ালসড়কের নিচের অংশে সৌন্দর্যবর্ধন করা হবে। জনগণের চাহিদা বিবেচনায় ফুলগাছ লাগানোসহ নান্দনিক দৃষ্টিসম্পন্ন করা হবে। গতকাল সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মেয়র হানিফ উড়ালসড়কের নিচের অংশে কর্মপরিকল্পনা অনুযায়ী সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মেয়র হানিফ উড়ালসেতুর নিচের জায়গাগুলো বিভিন্নভাবে দখল অবস্থায় পড়ে আছে। ১১ কিলোমিটার দৈর্ঘ্যরে এই উড়ালসড়কের নিচের পুরো অংশকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। এই অংশগুলোর সৌন্দর্যবর্ধনে পরামর্শক নিয়োগ করা হয়েছে। কোন অংশে কি চাহিদা, ট্রাফিক ম্যানেজমেন্ট কি হতে পারে, কোথায় পথচারী পারাপার দরকার, কীভাবে ল্যান্ডস্কেপিং করা হলে সৌন্দর্যবর্ধন হবে, সবকিছু বিচার-বিশ্লেষণ করে উড়ালসড়কের নিচের অংশ সৌন্দর্যবর্ধন করা হবে।
তিনি বলেন, এরই মধ্যে চানখাঁরপুল হতে চারটি অংশের নকশা প্রায় সম্পন্ন। এখন দরপত্র আহ্বান করা হবে। আর বাকি চারটি অংশেরও নকশা প্রণয়ন করা হবে। পর্যায়ক্রমে এগুলো সৌন্দর্যবর্ধন সম্পন্ন ও কার্যকর করা হবে। জনগণের চাহিদা ও পারিপার্শ্বিকতা বিবেচনা করেই সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। পরে ডিএসসিসি মেয়র পুরানা মোগলটুলি উচ্চবিদ্যালয়ের চলমান ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন। পরিদর্শনে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামানসহ কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        