সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নতুন শিক্ষানীতি প্রণয়নের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

অনতিবিলম্বে শিক্ষানীতি বাতিল করে নতুন শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ। অন্যথায় দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে দেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া, নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন ও মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন প্রমুখ। বক্তারা বলেন, মেধাশূন্য প্রজন্ম গড়ার পাশাপাশি ব্যক্তিত্বহীন শিক্ষাগুরু তৈরির নীলনকশা বর্তমান শিক্ষানীতি। বর্তমানে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহী নন, তার ওপর প্রশিক্ষণের নামে এমন হাস্যকর আর রুচিহীন প্রক্রিয়া অব্যাহত থাকলে শিক্ষকদের প্রতি সামাজিক সম্মানের জায়গাটাও হালকা হয়ে যাবে। ফলে ব্যক্তিত্বসম্পন্ন কেউ এ পেশায় আসা কিংবা এ পেশা চালিয়ে যাওয়ার আগ্রহ হারাবে। তারা বলেন, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে অশিক্ষিত বানিয়ে রাখার একটি ভয়াবহ নীলনকশা নিয়ে কেউ মাঠে নেমেছে। যারা এই প্রেসক্রিপশন দিয়ে জাতিকে অন্ধকারের যুগে ফিরিয়ে নিতে চায় তাদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য  দায়িত্বশীলদের কাছে জোর দাবি জানাচ্ছি।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর