সিলেট থেকে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছে তৃণমূল বিএনপি। নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক এ দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বীরবিক্রম গতকাল দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন। পরে বেলা ১টায় সিলেট মহানগরের আম্বরখানার একটি হোটেলে তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। শমসের মবিন চৌধুরী বলেন, ‘হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে আমাদের নির্বাচনি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তৃণমূল বিএনপি সবেমাত্র যাত্রা শুরু করেছে। লক্ষ্য বহুদূর। আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চেয়েছিলাম। কিন্তু সময় স্বল্পতার কারণে দল গোছানো হয়নি, তাই সব আসনে প্রার্থী দিতে পারিনি। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সিলেটসহ সারা দেশে ১৪২টি আসনে আমাদের প্রার্থিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান ইলেকশন কমিশন সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর। ইসি প্রতিশ্রুতি রক্ষা করলে ভোট সুষ্ঠু হবে- এটাই আমাদের প্রত্যাশা। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক এবং প্রশ্ন থাকলেও আমাদের ধারনা- প্রশাসন নিরপেক্ষ থাকলে এবারের ভোট স্বচ্ছ হবে।’
ভোট বা আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে তৃণমূল বিএনপির কোনো সমঝোতা বা চুক্তি হয়নি উল্লেখ করে শমসের মবিন বলেন- ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে আসন ভাগাভাগি বা কোনো চুক্তি হয়নি। তৃণমূল বিএনপির প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চান।’
সংবাদ সম্মেলন শেষে শমসের মবিন চৌধুরী হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        