বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহাকাব্যের নায়ক আবু সাঈদের এলাকা রংপুর থেকে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা নিয়োগের দাবি তুলেছেন রংপুরের নাগরিক সমাজ। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুর সফরে বলেছেন আমরা মহাকাব্য পড়ে থাকি। আবু সাঈদকে নিয়ে মহাকাব্য লেখা হবে। আবু সাঈদ মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে কবিতা, গল্প ও সাহিত্য লেখা হবে। প্রধান উপদেষ্টার এমন আশা জাগানিয়া কথায় রংপুর বিভাগের মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। নাগরিক সমাজ মনে করেন আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের প্রতি সম্মানার্থে রংপুর বিভাগ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারে। গতকাল নগরীর সুশীল সমাজের বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুর ইতিহাস সৃষ্টি করেছে। আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন এবং শহীদ হয়েছেন।