রংপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গতকাল দুপুরে রংপুর সিটি করপোরেশনের নগর ভবনে সকল শাখা প্রধানদের নিয়ে দায়িত্ব নেন। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সচিব জয়শ্রী রায়, সম্পত্তি শাখার প্রধান মৌসুমি আফরিন, প্রকৌশলী আজম আলী, স্বাস্থ্য শাখা প্রধান কামরুজ্জামান ইবনে তাজ, প্রশাসনিক কর্মকতা সৈয়দ জাহাঙ্গীর কবির শান্ত, বাজার শাখার প্রধান হাসান গর্কি, বর্জ্য শাখা প্রধান মিজানুর রহমান মিজু, শিক্ষা শাখার প্রধান নাঈনুউল হক, হিসাব শাখার প্রধান হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তাবৃন্দ।