বন্যার্তদের সহায়তার জন্য চারুকলা বরিশালের শিল্পীদের আঁকা ছবি বিক্রি করে অর্থ সংগ্রহ শুরু করা হয়েছে। শুক্রবার ছবি বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ বলেন, বন্যার্তদের সহায়তার জন্য চারুকলার শিক্ষার্থীদের আঁকা ছবি বিক্রি করে অর্থ সংগ্রহ শুরু করা হয়েছে। চারুকলার শিক্ষার্থীদের দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে সহায়তা কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
চারুকলা বরিশালের লক্ষ্য ১ লাখ টাকা। এর জন্য ৫০টি ছবি তৈরি করা হয়েছে। শুক্রবারের মধ্যে ২৫ হাজার টাকার ছবি বিক্রি করা হয়েছে। কর্মসূচিতে চারুকলা বরিশালের দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। গতকাল সকালে নগরীর হাসপাতাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ছবি বিক্রি করেছে। শিল্পী দলের নেতৃত্বে থাকা শিল্পী তাপস কর্মকার বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য চারুকলার ৫০ জন শিল্পী ৫০টি ছবি এঁকেছে। এসব ছবিই আমরা ঘুরে ঘুরে বিক্রি করছি। ছবি বিক্রির ক্যাম্পিং আরও কয়েকদিন চলবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সমুদয় অর্থ প্রদান করব। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাইফা বলেন, আমি টিভিতে বন্যার ছবি দেখেছি। আমি প্যাস্টেল রং দিয়ে সে রকম বন্যার ছবি এঁকেছি।
শিল্পী দলের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিল্পী নন্দিনী দাস প্রাচী জানান, মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে এ উদ্যোগ তার প্রমাণ। শিল্পীদের আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সবাই সাড়া দিচ্ছে।