ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সঞ্জয় পাল জয় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর রাত ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সঞ্জয় পাল জয় গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বারিধারা এলাকার রণজিৎ পালের ছেলে। তিনি রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় সোপর্দ করা হবে। এর আগে গত শনিবার রাতে ঢামেক হাসপাতালে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। অপর তিন আসামি হলেন- সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।