রাজধানীর ভাটারায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক গাজী সাদেক আহত হয়েছেন। তিনি দৈনিক যুগান্তরের সহসম্পাদক। গত শুক্রবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় প্রগতি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় রাতেই ভাটারা থানায় একটি অভিযোগ করেন তিনি। গাজী সাদেক বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করায় সংঘবদ্ধ একটি অপরাধী চক্র আমার ওপর নির্যাতন চালিয়েছে। ওই অটোরিকশায় অস্ত্রশস্ত্র ছিল। একজন পথচারী ভিডিও ধারণ না করলে তারা আমাকে মেরে ফেলত। আমি ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আবু বক্কর সিদ্দিক জানান, হামলার ছোট একটি ভিডিও ক্লিপ তিনি পেয়েছেন। অপরাধীদের ধরতে অভিযান চলছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        