বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে ঐকমত্য হয়েছে। গতকাল রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এ সভা হয়। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মিটিংয়ে আমরা একমত হয়েছি, ডাকসুসহ সারা দেশে ছাত্র সংসদ শুরু হয়ে যাক।
কারণ মার্চে রোজা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচন ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা, গণ অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বকে লেজিটিমেট করতে এর আগে ছাত্র সংসদ বা ডাকসু দীর্ঘ সময় বন্ধ ছিল, এরপর ২০১৮ সালে একটি নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। সেই চর্চা থেকে বেরিয়ে এসে জাতীয় নির্বাচনের আগে জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছাত্র সংসদ নির্বাচনে একমত হয়েছে সব ছাত্র সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ঐকমত্য ছাড়াও আরেকটি বিষয়ে আমরা একমত হয়েছি, আমরা যে সংস্কার চাচ্ছি আগামী ২০ তারিখে সব ছাত্র সংগঠন সে বিষয়ে একটি করে প্রস্তাব দেবে।